রবীন্দ্রনাথ বাঙালির গৌরবের ধন। আমাদের সংস্কৃতির মহাকাশ। প্রতিটি বাঙালির জীবনে/যাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তার নানান কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। রবীন্দ্রনাথকে মুছে দিলে যেন বাঙালির সংস্কৃতিই মুছে যেতে চায়। রঙ বাংলাদেশ যেইভাবে বাঙলা সংস্কৃতিকে বুকে ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে যেতে চায়, একই আবেগে ও প্রেরণায় রবীন্দ্রনাথকেও সহযাত্রী করে এগুতে চায়।
আর এই কারণেই বিশ্বকবির জন্মদিন মানে রঙ বাংলাদেশের কাছে বিশেষ এক অনুভূতি এবং প্রতিষ্ঠানটি মনেপ্রাণে বিশ্বাস করে এই অনুভূতি বাংলাদেশসহ সকল বাঙলা ভাষাভাষী মানুষদের। আর তাই এই বৈশাখে, রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মদিনে প্রাণের কবিকে শ্রদ্ধা জানিয়ে রঙ বাংলাদেশ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তার মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানান রঙের শাড়ি, টি সার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। রবীন্দ্র অনুরাগীদের জন্য এটি দারুণ এক ব্যাপার! আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ -এর আউটলেট।
ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজন এর পোশাক। রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারী দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয়। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী 01777744344 এবং 01799998877 নম্বরে।





