রঙ বাংলাদেশ এর রবীন্দ্রজয়ন্তীর শ্রদ্ধা নিবেদন
রবীন্দ্রনাথ বাঙালির গৌরবের ধন। আমাদের সংস্কৃতির মহাকাশ। প্রতিটি বাঙালির জীবনে/যাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তার নানান কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। রবীন্দ্রনাথকে মুছে দিলে যেন বাঙালির সংস্কৃতিই মুছে যেতে চায়। রঙ বাংলাদেশ যেইভাবে বাঙলা সংস্কৃতিকে বুকে ধারণ করে শুরু […]