শরতের শুভ্রতা পোশাকে বর্ষার শেষে সাদা সাদা টুকরো মেঘের সঙ্গে অনন্য সুন্দর নীলের আকাশে শরৎ ঋতু প্রকাশিত হয় স্বমহিমায়।
বর্ষার পর শুভ্রতা নিয়ে প্রকৃতিতে আসে শরৎ। বসন্তের মতো রূপের জৌলুস না থাকলেও শরতের আছে আকাশজুড়ে সাদা মেঘের বাহার। সেইসঙ্গে নদীর রুপালি সৌন্দর্য বাড়িয়ে তোলে চোখ জুড়ানো কাশবন। হাওয়ায় উড়ে বেড়ায় কাশফুল। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা পরিচয়। সেই পার্থক্য অনেকটাই ফুটে ওঠে ফুলে ফুলে। শরতে ফুলবতী হয় ছাতিম, কুল ও কাশ, […]