মেঘের ভেলায় শরতের সাজ…
ষড়ঋতুর বাংলাদেশে শরৎ মানেই একদিকে আকাশে ভাসছে পেঁজা তুলোর মতো মেঘ আরেক দিকে সুগন্ধ ছড়াচ্ছে শিউলি। প্রতিটি ইন্দ্রিয়কে বিমোহিত করার জন্য শরতের আগমন। শরৎ শুধু ঋতুর নাম নয়। এটি ফেলে রাখা জামা-শাড়ির গুমোট গন্ধ ঝরানোর গান, সাজের সরলতার নাম আর নারীর স্নিগ্ধ সাজে চিকন চুড়ির মৃদু ঝংকার। সাদা-নীলের মিশেলে, শিউলির গন্ধে, নদীতে বয়ে যাওয়া ঢেউয়ের […]