টিনএজারদের জন্য টিনটপস

সময় এখন তারুণ্যের। আর দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এর পথপরিক্রমা ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ এই ব্রত নিয়ে, তাই স্বাভাবিকভাবেই তারুণ্যের এই সময়কে রাঙিয়ে দিতে প্রচেষ্টা থাকে সবসময়ই। সেইলক্ষ্যেই রঙ বাংলাদেশ টিনএজার মেয়েদের জন্য বাজারে নিয়ে এসেছে টিনটপস নামে কালারফুল, স্টাইলিশ ও কম্ফোর্টেবল দারুণ এক আইটেম। স্পান্ডেক্স বা লেকড়া, টুইল ও ডেনিম ফেব্রিক্সে তৈরি করা মাল্টিকালার এই পোশাক টিন এজ মেয়েদের পছন্দের তালিকায় যে দ্রুত জায়গা করে নেবে এ কথা বোধ হয় বলা যায়।

তারুণ্য সব সময়েই গতিশীল। সেই গতি বাধাপ্রাপ্ত হতে পারে যদি পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়। রঙ বাংলাদেশ-এর টিনটপস্ তারুণ্যের স্বাভাবিক গতিকে ব্যহত না-করে বরং আরও বেশি গতির আনন্দে টিনএজার মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরায় ভূমিকা রাখবে। ডিজাইনের পাশাপাশি পোশাকের রঙ, সুতা এবং প্রস্তুত প্রক্রিয়ায় রঙ বাংলাদেশ-এর পণ্যে যত্নের ছাপ সুস্পষ্ট।

টিনটপসসহ রঙ বাংলাদেশ-এর সকল পোশাক পাওয়া যাবে ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটে। এ ছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে নিজস্ব ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী  01777744344 এবং 01799998877 নম্বরে।

রঙ বাংলাদেশ-এর ৩০ বছর, নতুন চেতনার রঙে
বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

Leave a Reply

My Cart
Wishlist
Recently Viewed
Categories
Your Currency
$