রঙ বাংলাদেশ এর দুর্গোৎসব

শুভ্র আকাশ, মেঘের ছোটাছুটি ঋতু পরিবর্তনের এই হাওয়া জানান দিচ্ছে শরৎকাল । মহালয়ার সাথে সাথেই দেবীপক্ষের সূচনা হয়ে যাবে কিছুদিন পরেই; দেবীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে সকলেই। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সবার মনে সবদিকেই। বাঙ্গালীর উৎসব তালিকায় যতগুলো উৎসব আছে তার মধ্যে দুর্গোৎসব অন্যতম। দূর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান; উৎসবের প্রতিটি অংশেই আনন্দ আরো বেড়ে যায় মাননসই পোশাক পরিধানে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাক শিল্পে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়া- দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রঙ বাংলাদেশ এ এবারের আয়োজনে রয়েছে দুর্গোৎসব এর আবহ। ‘দেশের পোশাকে, দেশের উৎসব’ শ্লোগানকে ব্রত করে এবারের রঙ বাংলাদেশ এর পোশাক থাকছে সব বয়সী সকলের জন্যেই। দেশের এই পরিবর্তনের সময়ে দেশের পোশাকে দেশের উৎসব পালন করে আমাদের প্রিয় দেশ গড়তে আমরাও রাখতে পারি অবদান।    

কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্যের প্রতীক আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী রঙ বাংলাদেশ এর প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। বৈচিত্র্যময় থিম বা মোটিফ এর আলোকে কাজ করার ধারাবাহিকতায় এবার রঙ বাংলাদেশ আঙ্করভাট মন্দির চত্ত্বরের নানান ডিজাইন বা স্থাপনা দিয়ে সাজিয়েছে পোশাকের নকশা । আঙ্করভাট ছাড়াও রয়েছে আলপনা, টেরাকোটা, পদ্মফুল, পূজার মন্ত্র ও নানান অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষনীয় ও নান্দনিক।

উৎসবপ্রেমী বাঙ্গালী দুর্গোৎসব এর পোশাক পছন্দে কালারফুল পোশাককেই প্রাধান্য দিয়ে থাকে। ফলে রঙ বাংলাদেশ এবারের পোশাক লাল, হলুদ, মেরুন, ভায়োলেট, গেরুয়া ও সাদা কালার কম্বিনেশনে ডিজাইন করেছে। সময়, স্থান, কাল বিবেচনায় যেহেতু এই সময় আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে ফলে সচেতনভাবেই ব্যবহার করা হয়েছে কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন, হাফসিল্ক ও ধুপিয়ান ফেব্রিক্স এর বিভিন্ন কম্বিনেশন। সেইসাথে ভ্যাল্যু এড করা হয়েছে বিভিন্ন প্রকার স্কিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, এম্বয়ডারি, প্যাচওয়ার্ক এবং কাট এন্ড স্যু এর মাধ্যমে।

রঙ বাংলাদেশ এর এবারের দুর্গোৎসব আয়োজনে থাকছে অনিন্দ্য সুন্দর সব শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার। এছাড়াও পরিবারের সকলে মিলে একই ডিজাইনের পোশাক পরিধানের জন্য রয়েছে ফ্যামেলী ম্যাচিং পোশাক, বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ, ডুয়েট প্যাকেজসহ আরো অনেক পোশাক; যা দুর্গোৎসব আয়োজনকে করবে উৎসবমুখুর- আনন্দময়। সেলাইবিহীন থ্রিপিস সেলাই, একই ধরণের ম্যাচিং পাঞ্জাবী ও শাড়ির সাথে প্রয়োজনীয় অনুষঙ্গ ব্লাউজ বা পেটিকোট তৈরি করেও নিতে পারবেন ক্রেতাসাধারণ রঙ বাংলাদেশ এর যেকোন আউটলেটের মাধ্যমে।

দুর্গোৎসবে সবার বাজেট বিবেচনায় রেখে পোশাকের মূল্য রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যেই, থাকছে নানান অফারও । রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাবেন রঙ বাংলাদেশ-এর দুর্গোৎসবের সকল আয়োজন। ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh । যেকোন প্রয়োজনে ফোন/ হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী  01777744344 এবং 01799998877 নম্বরে।

শরৎ আয়োজনে রঙ বাংলাদেশ
দুয়ারে হেমন্ত

Leave a Reply

Close My Cart
Close Recently Viewed
Close
Close
Categories