বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

“পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে 

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে…

জনপ্রিয় এই বাংলা গান যেমন বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয় চারিদিকে, একইভাবে প্রতি বছর বসন্ত উৎসবের রঙকে আরও রঙিন করে তুলতে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও যেন ফ্যাশনপ্রিয় মানুষকে রাঙিয়ে তুলবার বার্তা ছড়িয়ে দিতে চায় তাদের নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে। ফ্যাশন সচেতন মানুষ তো তাকেই বলা যায়, যে মানুষ সময়ের সকল রঙকে ধারণ ও বহন করে চলে, রঙ বাংলাদেশ এই সময়টাকেই তুলে আনতে সচেষ্ট থাকে তাদের সকল পণ্যের মধ্য দিয়ে।

আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে, থিম ভিত্তিক কাজ করার ব্যতিক্রমী আইডিয়া রঙ বাংলাদেশ এর পোশাককে বাজারের আর দশটা পোশাক থেকে ভিন্নতা এনে দিয়েছে। দেশীয় সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক মেলবন্ধনের প্রচেষ্টাও প্রশংসাযোগ্য। যেমন বসন্ত বাঙালির অন্যতম উৎসব, আর সেই উৎসবের পোশাক ডিজাইনে এবার তারা থিম হিসবে ব্যবহার করেছে ‘আমেরিকান নেটিভ পটারি’ বা আমেরিকান আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নকশাকে, যা সেই অঞ্চলে মূলত মৃৎশিল্পের নকশা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, নির্দ্বিধায় এই আইডিয়া অনন্য সংযোজন।

ব্যতিক্রমী নকশার পাশাপাশি ফেব্রিক্সেও আছে বৈচিত্র্য। হালফসিল্ক, কটন, জ্যাকার্ট কটন, মারসালাইস কটন এবং স্লাব ভিস্কাস কাপড়ে

কমলা, গাঢ় হলুদ, হাল্কা হলুদ, অলিভ আর সাদা রঙের ব্যবহার; একই সাথে আরাম, টেকসই ও ডিজাইনের সমন্বয় রঙ বাংলাদেশ এর বসন্তের পোশাককে অনন্যতা এনে দিয়েছে।

রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব।

বসন্ত উৎসবকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একইরকম পোশাক পরতে পারেন অর্ডার করার মাধ্যমে, সেক্ষেত্রে দামও হয়ে যাবে অনেক সুলভ। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর এই বসন্ত উৎসবের পোশাক সকলকে করবে আকর্ষণীয়।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com  অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। অনলাইন কেনাকাটার জন্যে রঙ বাংলাদেশ এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01799998877  নম্বর এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01777744344 হটলাইনে।

টিনএজারদের জন্য টিনটপস
রঙ বাংলাদেশ এর ভালোবাসা দিবস

Leave a Reply

Close My Cart

No products in the cart.RETURN TO SHOP

Close Recently Viewed
Close
Close
Categories

Contact us

Leave your phone number. We will call you back soon!
Callback request sent! We will contact you soon.
Error sending callback request! Please try again!
Write a email to us!
Email sent! We will contact you soon.
Error sending email! Please try again!